Home / মিডিয়া নিউজ / সালমানের জন্য কোয়ান্টিকো ছাড়ছেন প্রিয়াঙ্কা!

সালমানের জন্য কোয়ান্টিকো ছাড়ছেন প্রিয়াঙ্কা!

যে ’কোয়ান্টিকো’ সিরিজের জন্য বলিউডকে প্রায় বিদায় জানাতে বসেছেন সেই সিরিজটিই

নাকি এবার ছেড়ে দিচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! সম্প্রতি এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়।

প্রায় দুই বছরের কাছাকাছি পর্দায় কোনো হিন্দি ছবি নেই এ অভিনেত্রীর। সর্বশেষ তাকে ’বাজিরাও মাস্তানি’

ছবিতে দেখা গিয়েছিল। এরপর হলিউডে ব্যস্ত থাকার কারণে নতুন কোনো ছবিতে কাজ করেননি।

প্রস্তাব যে আসেনি তাও কিন্তু নয়। মূলত হলিউডের কোয়ান্টিকো সিরিজের জন্য বলিউডে কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ মুহূর্তে ’কোয়ান্টিকো-৩’ সিরিজের শুটিং চলছে আমেরিকায়। কিছুদিন আগে মুম্বাই ছুটি কাটাতে এসেছিলেন প্রিয়াঙ্কা।

ছুটি শেষে আবারও উড়াল দিয়েছেন মার্কিন মুল্লুকে। হলিউডে কাজ করলেও মনটা নাকি তার পড়ে থাকে নিজ দেশের ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এমনটি বললেও আড়ালে কিন্তু ভিন্ন কথাই রটেছে।

মূলত দুই বছরের মতো হিন্দি ছবিতে না থাকায় ভারতীয় দর্শক তাকে ভুলে যেতে পারেন, এই ভয়ে আবারও হিন্দি ছবিতে মনোযোগ দিতে চাইছেন এ নায়িকা। অন্তত একটি ছবিতে হলেও তাকে অভিনয় করতে হবে।

এ বাসনা থেকেই ’কোয়ান্টিকো’-তে আপাতত ইতি টানতে চাইছেন। তার চেয়েও বড় কথা, সালমান খানের আগাম ছবি ’ভারতে’ অভিনয়ে জন্য নাকি প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা। তাই সুযোগটি হাতছাড়া করতে চাইছেন না।

শিগগিরই ভারত ফিরবেন তিনি। হলিউডে কোয়ান্টিকো ছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে ’অ্যা কিড লাইক জেক’ এবং ’ইস ইনট ইট রোমান্টিক’ এ দুটি প্রজেক্ট। উৎসঃ যুগান্তর

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.