Home / মিডিয়া নিউজ / শ্লোককেই কেন হবু পুত্রবধু হিসাবে পছন্দ করা হলো জানালেন নীতা আম্বানি

শ্লোককেই কেন হবু পুত্রবধু হিসাবে পছন্দ করা হলো জানালেন নীতা আম্বানি

আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার বাগদান পর্ব শেষ হতে না হতেই এবার তাঁদের দেখা গেল মুম্বই-এর সিদ্ধিবিনায়ক মন্দিরে।

হবু দম্পতির সঙ্গে ছিলেন আম্বানির পরিবারও। শনিবার গোয়াতে বাগদান সারেন আকাশ এবং শ্লোক।

প্রখ্যাত হিরে ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকের সঙ্গে বিয়ে হচ্ছে মুকেশ আম্বানির বড় ছেলে আকাশের।

ডিসেম্বরে তাঁদের বিয়ে হবে বলে জানা যাচ্ছে।

নীতা আম্বানি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, \\\”শ্লোককে ৪ বছর বয়স থেকে চিনি। ও আমাদের পরিবারের সদস্য হওয়ায় সত্যি আমরা ভীষণ খুশি।\\\” দীর্ঘদিন ধরে চেনার ফলেই শ্লোকের শিক্ষা, পরিবার ও সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত আম্বানি পরিবার। আর সেজন্যই পুত্রবধূ পছন্দ করতে দ্বিধা বোধ করেনি তাঁরা।

আকাশ এবং শ্লোক একসঙ্গে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনা করেন। বেশ কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তাঁদের।

প্রিন্সটন ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সেও পড়াশোনা করেন শ্লোক।

আকাশ আম্বানি রিলায়্যান্স জিও এবং রিলায়্যান্স রিটেলের বোর্ড অব ডিরেক্টরের সদস্য।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.