Home / মিডিয়া নিউজ / এইচএসসির রেজাল্ট শোনার পর তিন মাস পাগল ছিলেন চঞ্চল চৌধুরী!

এইচএসসির রেজাল্ট শোনার পর তিন মাস পাগল ছিলেন চঞ্চল চৌধুরী!

বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

অনেকেই কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাহস দিচ্ছেন।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের

অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি যারা খারাপ রেজাল্ট করেছেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে সাহস জুগিয়েছেন। পোস্টে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণও করেছেন তিনি।

পাঠকদের জন্য চঞ্চল চৌধুরীর সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আজ যারা জিপিএ ফাইভ পায়নি, আমার ধারণা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করতো। যেমন- খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা…নানান কিছু। সমস্যা নাই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেইম খেলে, ফেবু (ফেসবুক) করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে, তার ভবিষ্যত কিন্তু সুবিধার না।

যেমন আমি আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম। সমস্যা নাই আবার ঠিক হয়ে গেছি। আর যারা বইয়ের পোঁকা ছিলা, শুধু পড়ালেখা করছ, তারাই তো সোনার জিপিএ পাইছ। সোনার জিপিএ পাওয়া সোনামনিদেরকে জানাই প্রানঢালা অভিনন্দন ও আশীর্বাদ।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.