Home / মিডিয়া নিউজ / প্রভার জন্য রিয়াজের ২০ বছর অপেক্ষা

প্রভার জন্য রিয়াজের ২০ বছর অপেক্ষা

প্রেমিকাকে নিয়ে এক যুবক কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলেন বেড়াতে। এরপর সেই সমুদ্র প্রিয় মানুষটিকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যায়।

প্রেমিকা হারানোর ব্যথা তাকে শোকাতুর করে তোলে। প্রেমিকার পছন্দের বাঁশিতে সুর তুলে সমুদ্র

পাড়ে বসে থাকে সে যুবক। প্রায় ২০ বছর তিনি বাঁশি বাজান সেখানে। টানা ২০ বছর পর একদিন তার প্রেমিকা ফিরে আসে। এমন গল্পনির্ভর নাটক মায়া।

এতে যুবক হিসেবে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। আর প্রেমিকা চরিত্রে আছেন সাদিয়া জাহান প্রভা। এছাড়া বাঁশিওয়ালা রিয়াজের সহচর হিসেবে থাকছেন মীরাক্কেলের জামিল হোসেন। নাটকটির দৃশ্যায়ন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এটি পরিচালনা করেছেন মিনহাজ অভি।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এটি মূলত প্রেমিক যুবকের গল্প। তার দৃঢ় বিশ্বাস, প্রিয় মানুষটি একদিন সমুদ্র থেকে উঠে আসবে। ফিরে আসে ঠিকই, তবে অন্যভাবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন রোজার ঈদে দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.