Home / মিডিয়া নিউজ / শাকিব খান এখনও আমাকেই চায়

শাকিব খান এখনও আমাকেই চায়

ঢাকা : একটা সময় ঢাকাই ছবি মানেই দর্শকরা শাকিব-অপু জুটিকে ধরে নিতেন। কিন্তু গত কয়েক

বছরে সময়টা পাল্টে গেছে। এরইমধ্যে অপুর সঙ্গে শাকিবের বিয়ের খবর ফাঁস, তাদের সন্তান ও শাকিব-অপুর ছাড়াছাড়ির ঘটনাও গণমাধ্যমে এসেছে।

তবে গত দুই বছরে শাকিব খান বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ছবি করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। তাদের জুটিটাও বেশ জমজমাট। দর্শকরা নিচ্ছেনও ভালো।

কিন্তু হঠাৎ বুবলীর প্রতি অনাগ্রহ দেখা দিয়েছে শাকিবের। তিনি নাকি নতুন কাউকে চান, বুবলীর সঙ্গে নাকি আর নতুন কোনও ছবিতে কাজ করতে আগ্রহী নন ঢাকাই ছবির নাম্বার ওয়ান খ্যাত নায়ক।

এ প্রসঙ্গে বুবলীকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এসব কথার ভিত্তি নেই। এটি দর্শকদের আবেগের কথা। আমি যতদূর জানি, শাকিব খান এখনও আমাকেই চায়। তবে শাকিব খান একজন তারকা। তিনি অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন, আমিও অন্য নায়কের সঙ্গে কাজ করব—এটাই স্বাভাবিক।’

এদিকে কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’ এ অভিনয়ের জন্য ইতোমধ্যে শাকিব খান নায়ক চরিত্রে চূড়ান্ত হয়েছেন। বুবলী জানিয়েছেন, কাজী হায়াতের এই ছবিটিতে তিনি এক বছর আগে থেকেই চুক্তিবদ্ধ আছেন।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.