Home / মিডিয়া নিউজ / ১৭ বছর পর এফডিসিতে যাচ্ছেন শাবানা?

১৭ বছর পর এফডিসিতে যাচ্ছেন শাবানা?

একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছেন। সোমবার

দেশে ফেরেন তিনি। ১৭ বছর পর বৃহস্পতিবার শাবানা এফডিসিতে যাবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক প্রযোজক সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাকে এফডিসিতে আমন্ত্রন জানানো হয়েছে।

গুলজার আরও বলেন, ২৫ মে চিত্রপরিচালক সমিতির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম ছবি ‘ওরা ১১ জন’-এর কলাকুশলীদের সংবর্ধনা দেয়া হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ২০০০ সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া শাবানা আপাকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, তিনি উপস্থিত থাকবেন। ’

জানা গেছে, এবার এক মাসের জন্য শাবানা দেশে এসেছেন। ঈদের আগে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। প্রায় দেড় যুগ আগে অভিনয় ছেড়েছেন শাবানা। কিন্তু দর্শকরা এখনও তাকে ছাড়েননি। ভক্তদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে দেশে এসেছিলেন এই তারকা।

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.