Home / মিডিয়া নিউজ / ‘ময়না’ হয়ে আসছেন পূজা চেরি

‘ময়না’ হয়ে আসছেন পূজা চেরি

এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অভিষেক সিনেমা দিয়ে দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

এবার এই অভিনেত্রী ‘ময়না’ হয়ে আসছেন পর্দায়। নতুন এ সিনেমাটি প্রযোজনা

করবে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির নাম ভূমিকায় থাকবেন পূজা।

জানা গেছে, মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন মনজুরুল ইসলাম মেঘ।

আগামী ২২ মার্চ থেকে এর শুটিং শুরু হবে। এরই মধ্যে সিনেমাটির নাম প্রযোজক ও পরিচালক সমিতিতে নিবন্ধন করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন খোকন নিজেই।

পূজা অভিনীত ‘গলুই’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা। এছাড়াও মুক্তির অপেক্ষায় ‘শান’। এ সিনেমায় পূজার বিপরীতে সিয়াম আহমেদ।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.