Home / মিডিয়া নিউজ / যৌনপল্লীতে মিথিলা!

যৌনপল্লীতে মিথিলা!

ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুমে রাফিয়াত রশিদ মিথিলাকে ভিন্নরূপে দেখা যাবে।

আগাম জানা গিয়েছিল, মিথিলাকে পাওয়া যাবে নীলকুঠি বা যৌনপল্লীতে। দেখা যাবে

যৌনকর্মী হিসেবে। তবে কীভাবে সেখানে যুক্ত হবেন- তার সবিস্তার আসেনি গণমাধ্যমে।

এবার ওয়েব সিরিজের ট্রেলারে সেই ঘটনা তুলে ধরা হলো। রোববার (১৭ এপ্রিল) ইউটিউবে এসেছে এর ট্রেলার। যার প্রায় সবটুকু জুড়ে কেন্দ্রীয় চরিত্রে থাকা সৌরভ দাস ও মিথিলা।

ট্রেলারে দেখা যায়, মন্টু পাইলট মিথিলাকে জোর করে ধরে আনে নীলকুঠিতে। এরপর আটকে রাখা হয়। করা হয় শারীরিক নির্যাতনও। পালিয়ে যাওয়ার চেষ্টা করেও হয়নি লাভ। এরপর তার মানিয়ে নেওয়া, কান্না- সবই উঠে এসেছে ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে। সবমিলিয়ে অনবদ্য অভিনয়ে হাজির হয়েছেন সৌরভ ও মিথিলা।

এর আগে চলতি মাসেই প্রকাশিত হয় গান ‘কতটা তোমার ছিল’। সিরিজটির নির্মাতা দেবালয় ভট্টাচার্যর লেখা গানটি গেয়েছেন ঈশান মিত্র। সুর-সংগীত করেছেন ঈশান ও অমিত।

এর আগে, ‘মন্টু পাইলট’-এর প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা।

তবে কি শোলাঙ্কির চরিত্রেই দেখা যাবে মিথিলাকে- জবাবে এই অভিনেত্রী বললেন, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম।’

সিরিজটি আগামী ২৯ এপ্রিল উন্মুক্ত হচ্ছে ভারতীয় ওটিটি প্রতিষ্ঠান হইচই অ্যাপে।

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.