Home / মিডিয়া নিউজ / রণবীরের বাজে স্বভাবের কথা ফাঁস করলেন পরিণীতি

রণবীরের বাজে স্বভাবের কথা ফাঁস করলেন পরিণীতি

সব মানুষেরই একটা না একটা বাজে অভ্যাস থাকে। তারকারাও এর বাইরে নন। বলিউডের জনপ্রিয়

অভিনেতা রণবীর সিংয়ের একটি বাজে অভ্যাসের কথা ফাঁস করেছিলেন পরিণীতি চোপড়া। একাধিক

ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। ছবির সেটেই রণবীরের বাজে অভ্যাসের কারণে বিব্রত হয়ে পড়েন অভিনেত্রী।

একবার রণবীর পুরো বিবস্ত্র অবস্থায় তার সামনে এসেছিলেন। পরে তিনি আপত্তি জানানোয় পোশাক পরেছিলেন।

বলিউডের বড় বড় তারকাদের প্রত্যেকেরই রয়েছে মেকআপভ্যান। শট শুরুর আগে ও পরে তারা সেখানেই যাবতীয় প্রস্তুতি নেন, বিশ্রাম করেন। পরিণীতি জানান, ‌‘প্রয়োজন পড়লে রণবীরের মেকআপ ভ্যানে যাওয়ার আগে নক করতো হয়। কারণ রণবীর ভ্যানে বিবস্ত্র থাকতে পারেন। রণবীরের কাছে এসব স্বাভাবিক। কিন্তু বিব্রত হন আশেপাশের মানুষরা।’

বলিউডে এক দশকের বেশি সময় পার করে ফেললেও এখনো প্রথমসারির সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন পরিণীতি। সে তুলনায় রণবীর ক্যারিয়ারে অনেকখানি এগিয়ে গেছেন। তার ছবি বক্স অফিসে ব্যবসাসফল হওয়ার পাশাপাশি অভিনয়ও প্রশংসিত হয়েছে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.