Home / মিডিয়া নিউজ / ভাবি বয়সে এক বছরের বড়, কিন্তু…

ভাবি বয়সে এক বছরের বড়, কিন্তু…

বিনোদন ডেস্ক : ‘ধড়ক’ খ্যাত বলিউড অভিনেতা ঈশান খট্টর বলেছেন, বড় ভাই শহিদ কাপুরের

স্ত্রী মীরা রাজপুত বয়সে তাঁর চেয়ে মাত্র এক বছরের বড় হলেও মায়ের মতো তিনি। ভারতের জনপ্রিয়

আলাপ অনুষ্ঠান ‘ফিট আপ উইথ দ্য স্টারস’-এর দ্বিতীয় মৌসুমে সম্প্রতি অতিথি হয়েছিলেন ঈশান। সেখানেই এ মন্তব্য করেন তিনি।

ভাবির সঙ্গে সম্পর্ক নিয়ে আলাপকালে ঈশান বলেন, ‘মীরা আমার চেয়ে মাত্র এক বছরের বড় হলেও মায়ের মতো। সে পুরো পরিবারের দায়িত্ব বুঝে নিয়েছে।’

২০১৫ সালের ৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শহিদ কাপুর ও মীরা রাজপুত। পারিবারিকভাবে বিয়ে হলেও বলিউডের অন্যতম আলোচিত যুগল তাঁরা। তাঁদের ঘরে রয়েছে দুই পুত্রকন্যা মিশা ও জেইন কাপুর।

ওই শোতে ‘ধড়ক’ সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে রসায়ন নিয়েও কথা বলেন ঈশান খট্টর। বলেন, ‘আমরা একসঙ্গে লা লা ল্যান্ডে প্রথম সিনেমা দেখেছিলাম। আর তার পরই আমরা সেরা বন্ধু হয়ে যাই।’

গত বছর ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক হয় ঈশান খট্টর ও জাহ্নবী কাপুরের। এর পরেই তাঁদের প্রেমের গুঞ্জন চাউর হয় বি-টাউনে। তবে দুজনই এ সম্পর্কের কথা অস্বীকার করেন। বলেন, তাঁরা ভালো বন্ধু। সূত্র : ইন্ডিয়া টুডে

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.