Home / মিডিয়া নিউজ / আবারও বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

আবারও বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ও সফল সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদ।

তার নববধূর নাম আফসানা চৌধুরী শিফা। পেশায় তিনি একজন মডেল। সম্প্রতি তারা পারিবারিকভাবে বিয়ে করেছেন।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

হাবিব জানান, ‘আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সঙ্গে ভাগ করতে চাই।

সম্প্রতি, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন যে, করোনার কারণে পুরো বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ে কাটছে, এই কারণে বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।’

এদিকে হাবিবের বিয়ের খবর শুনে তার ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। প্রত্যেকেই তার পোস্টে ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছেন।

জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। বলা চলে শিফা একজন উঠতি মডেল। সেভাবে তাকে কেউ না চিনলেও হাবিবের সঙ্গে বিয়ের পর তিনি আলোচনায় আসেন। শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

গত ২৪ ডিসেম্বর শিফার জন্মদিন ছিল। সেদিন হাবিবের সঙ্গে তোলা বেশ কিছু ছবি তিনি ফেসবুকে শেয়ার করেন। তবে তখনো তাদের বিয়ে বা সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, এর আগে দুবার বিয়ে করেন হাবিব ওয়াহিদ। তার শিল্পী জীবনের প্রথম দিকে ২০০৩ সালে লুবিয়ানা নামের এক নারীকে বিয়ে করেন তিনি। তবে কিছু দিন পরই সেই সংসার ভেঙে যায়।

এরপরে হাবিব প্রেমের সম্পর্ক নিয়ে মডেল মোনালিসা’র সঙ্গে বিতর্কিত হন। তাদের বিয়েও নাকি চূড়ান্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়নি। তবে আবারও প্রেমে পড়েছিলেন হাবিব।

এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক সিদ্ধানে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে হয়েছিলো তাদের। এই সংসারে হাবিবের আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। ২০১৬ সালে রেহানের সঙ্গেও হাবিবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.