Home / মিডিয়া নিউজ / তিনি আমার প্রিয় সহশিল্পী ছিলেন: আবুল হায়াত

তিনি আমার প্রিয় সহশিল্পী ছিলেন: আবুল হায়াত

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ শুক্রবার সকালে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি

জমিয়েছেন। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন অঙ্গনে। তাকে হারানোর

ব্যাথায় কাতর সহকর্মীরা। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে নন্দিত অভিনেতা আবুল হায়াত শোকাহত হয়ে পড়েছেন ।

শর্মিলী আহমেদের মৃত্যু প্রসঙ্গে আবুল হায়াত ঢাকা মেইলকে বলেন, ‘কিছুক্ষণ আগেই খবরটি শুনেছি। কী বলব আসলে বুঝতে পারছি না। সকালবেলা এমন শোক সংবাদ শুনে মনটাই খারাপ হয়ে গেছে।’

এরপর শর্মিলী আহমেদকে প্রিয় সহশিল্পী উল্লেখ করে তিনি বলেন, ‘আমার যে কজন প্রিয় সহশিল্পী আছেন তাদের মধ্যে অন্যতম শর্মিলী আহমেদ। তিনি খুব সহজ সরল ও ভালো মনের মানুষ ছিলেন। তার সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছি। এছাড়া আমি পরিচালক হিসেবেও নাটকে তাকে নিয়েছি। সুশীল একজন অভিনেত্রী ছিলেন তিনি।’

এসময় শর্মিলী আহমেদ সবার প্রিয় ছিলেন উল্লেখ করে এই অভিনেতা আরও বলেন, ‘সবার প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। উনার অনেক ভক্ত আছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সবার পোস্ট দেখেই বুঝতে পারবেন, মানুষ তাকে কতটা ভালোবাসত।’

সবশেষে তার এই চলে যাওয়াকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে আবুল হায়াত বলেন, ‘যাইহোক, সবাইকেই চলে যেতে হবে। এটাই অমোঘ নিয়ম। তার আত্মার মাগফেরাত কামনা করি।’

তবে আবুল হায়াত মনে করেন, শর্মিলী আহমেদের আরও অনেক দেওয়ার ছিল। তার চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হলো তা সহজে পূরণ হবে না।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.