Home / মিডিয়া নিউজ / বিয়ের একযুগ পূর্তিতে সন্তানের ছবি প্রকাশ করলেন তিশা-ফারুকী

বিয়ের একযুগ পূর্তিতে সন্তানের ছবি প্রকাশ করলেন তিশা-ফারুকী

দাম্পত্য জীবনের একযুগ পূরণ করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।

সে খবর তারা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তাদের জানানোর আয়োজনটা ছিল একটু

ভিন্ন আঙ্গিকের। যৌথ জীবনের একযুগ পূর্তিতে তারা সামনে এনেছেন তাদের কন্য সন্তান ইলহাম নুসরাত ফারুকীর ছবি।

আজ শনিবার মেয়ের সঙ্গে নিজেদের তোলা ছবি তিশা নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে তিশার সেই পোস্ট। অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে জানিয়েছেন শুভেচ্ছা। লাইক, কমেন্টে সবাই ভরিয়ে দিয়েছেন পোস্টটি।

২০০৫ সালে একটি শুটিংয়ে তিশাকে মনের কথা জানিয়েছিলেন ফারুকী। তিশাও দিয়েছিলেন সবুজ সংকেত। এরপর পাঁচ বছর চুটিয়ে প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। বিয়ের ১১ বছর পর চলতি বছরের ৫ জানুয়ারি কন্যা সন্তান জন্ম দেন তিশা। নিজেদের বিয়ের একযুগ পূর্তিতে সন্তানের ছবি সামনে আনলেন তারা।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.