Home / মিডিয়া নিউজ / ছেলেকে আম খাওয়া শেখালেন আমির খান

ছেলেকে আম খাওয়া শেখালেন আমির খান

পাকা আমের স্বাদ অমৃত। এ কথা একবাক্যে মেনে নেন সবাই। কেবল বাঙালি নয়, বিশ্বের

বহু দেশেই আমের কদর রয়েছে। আর কিছুদিন পরই বাংলাদেশে পাকা আমের মৌসুম শুরু হবে।

তবে ভারতে কিছু জাতের আম এখনই পাওয়া যাচ্ছে। সেই আমের স্বাদেই মজেছেন বলিউড

সুপারস্টার আমির খান। একা নন, ছেলে আজাদ রাওকে নিয়ে আম খেয়েছেন তিনি। ছেলেকে শিখিয়ে দিয়েছেন, কীভাবে পাকা আম খেতে হয়।

আমির ও তার ছেলের আম খাওয়ার দৃশ্য দেখা গেল অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানের পেজে। সাধারণত ব্যক্তিগত জীবন সামনে আনেন না মিস্টার পারফেকশনিস্ট। তাই আম খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে বসে মনের সুখে আম খাচ্ছেন আমির। নিজে হাতে আবার ছেলেকে আমের খোসা ছাড়ানোও শিখিয়ে দিচ্ছেন। ছবিগুলোর ক্যাপশনে লেখা, ‘এ বছর আপনি আমের স্বাদ নিয়েছেন? আপনার পরিবারের সদস্যরা খেয়েছে?’

বাবা-ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এখনো খাইনি স্যার, অনেক দাম!’ কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে’; আবার কেউ বলেছেন, ‘একেবারেই সাধারণ মানুষ।’

তারকা হলেও আমির খান মানুষ হিসেবে সাধারণ থাকতেই পছন্দ করেন। কিছুদিন আগেই এক ভক্তের বাসায় হাজির হন তিনি। সেখানে তাদের সঙ্গে বসে খাবার খান এবং অনেকক্ষণ ধরে গল্প করেন।

এদিকে আমির খান অভিনীত নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ আগস্ট। এর নাম ‘লাল সিং চাড্ডা’। বহুল আলোচিত সিনেমাটিতে তার সঙ্গে আরও আছেন কারিনা কাপুর, দক্ষিণী তারকা নাগা চৈতন্য প্রমুখ।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.