Home / মিডিয়া নিউজ / নির্মাণে ব‌্যস্ত অভিনেতা সাগর

নির্মাণে ব‌্যস্ত অভিনেতা সাগর

সুপার হিরো সুপার হিরোইন’ খ‌্যাত অভিনেতা সাখাওয়াত সাগর। বর্তমানে মডেলিং ও অভিনয়ের

চেয়ে অধিক ব‌্যস্ত সময় পার করছেন নির্মাণ কাজ নিয়ে। কয়েকদিন আগে নির্মাণ করলেন একক নাটক ‘চেনা অচেনা’।

রোমান্টিক ঘরানার একটি গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি। শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে নায়ক-নায়িকার পরিচয় হয়। তারপর গল্প এগিয়ে যায় প্রণয়ের দিকে। নাটকটি রচনা করেছেন আরিহা চৌধুরী।

সাখাওয়াত সাগর বলেন—সিলেটের শ্রীমঙ্গলে সাতদিন নাটকটির শুটিং করেছি। কাজ শেষ করে গত ২৬ অক্টোবর ঢাকায় ফিরেছি। খুব সুন্দরভাবে কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রযোজক মাহবুব আলম ভাইকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—খন্দকার সোহান, হৃদয় রাজ জয়, শামীমা সুলতানা উর্মি, শেখ স্বপ্না, রকি খান, প্রকৃতি দাস, বিপ্লব দেব, এনামুল হক রিপন প্রমুখ। সিডি ভিশনের ব‌্যানারে নির্মিত হয়েছে নাটকটি।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.