Home / মিডিয়া নিউজ / যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কাবিলা-শুভ, সাথে থাকবে অন্তরা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কাবিলা-শুভ, সাথে থাকবে অন্তরা

ছোটপর্দার আলোচিত চরিত্র কাবিলা, শুভ, অন্তরা। ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করে আলোচনায়

এসেছেন তারা। কাবিলা চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, শুভ চরিত্রে মিশু সাব্বির। আর অন্তরা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন।

এবার অন্তরাকে নিয়ে যুক্তরাষ্ট্র যাবেন কাবিলা ও শুভ। ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক

অ্যাওয়ার্ডে যোগ দিতেই তাদের এই সফর। আগামী ৪ ডিসেম্বর নিউ ইয়র্কে বসবে এবারের আসর। এমনটাই জানা গেছে অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিক সূত্রে।

আয়োজক প্রতিষ্ঠানে কর্ণধার আলমগীর খান আলম জানান, নিউ ইয়র্কের আমাজুরা কনসার্ট হলে বসবে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন। এবারের আয়োজনে যোগ দেবেন ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির। এছাড়া থাকবে আরও চমক।

হালের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সম্প্রতি শেষ হয়েছে এটির তৃতীয় সিজন। এরপর থেকে নতুন সিজনের জন্য অপেক্ষায় দর্শকরা। ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই নতুন সিজনের খবর জানালেন সংশ্লিষ্টরা।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪’ লিখে পোস্ট করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, প্রযোজক ধ্রুব গুহসহ অনেকেই। তারপরই নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা।

অবশেষে সিজন ফের আসছে? উত্তরে নির্মাতা বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর আসছে। সব কিছু গুছিয়ে শিগগিরই আমরা শুটিং শুরু করব। তবে এখনো শিডিউল ঠিক করা হয়নি। আমরা চেষ্টা করব এই বছরের মধ্যেই প্রচারে আসার। তবে সেটা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকেই প্রচার শুরু হবে।’

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.