Home / মিডিয়া নিউজ / ‘দুঃসময়ে দামি জামা কিনে দিয়েছিলেন সুনিল’ বলে কাঁদলেন সালমান

‘দুঃসময়ে দামি জামা কিনে দিয়েছিলেন সুনিল’ বলে কাঁদলেন সালমান

বলিউডের অন্যতম প্রভাবশালী ধরা হয় সালমান খানকে। নবীন শিল্পী তো বটেই, সাধারণ

মানুষের পাশে দাঁড়ানোসহ জনহিতকর কাজে দু’হাতে টাকা খরচ করেন এই তারকা।

তবে ক্যারিয়ারে একটা সময় চরম দুঃসময় পার করতে হয়েছে তাকে। এমনকি নিজের জন্য বাড়তি টি-শার্ট, জিন্স কেনাটাও ছিল বিলাসিতা। সেই দুর্দিনে পাশে ছিলেন তার বন্ধু বলিউড তারকা সুনিল শেঠি। গড়েছেন বন্ধুত্বের নজিরও। আর তথ্যটা জানা গেলো সম্প্রতি।

চলতি মাসের শুরুতেই আবুধাবি শহরে আয়োজন করা হয় আইফা অ্যাওয়ার্ড ২০২২। যা ২৫ জুন রাত ৮টায় ভারতের কালার্স টিভিতে সম্প্রচারিত হবে। আর চ্যানেলের তরফে শেয়ার করা এক প্রোমোতে দেখা গেলো চোখের জল ফেলছেন সালমান খান। আর তা একসময় চলা আর্থিক সমস্যার দিনগুলোতে সুনিলের দামি টি-শার্ট উপহার দেওয়ার কথা বলতে গিয়ে।

ভিডিও ক্লিপে রিতেশ দেশমুখকে দেখা যায় সালমানকে প্রশ্ন করতে। জানতে চান, ‘তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কী?’ আর তাতে ভাইজানের জবাব, ‘একটা সময় যখন আমার কাছে কোনও টাকা ছিল না, তখন একবার সুনিলের জামা-কাপড়ের দোকানে গিয়েছিলাম। খুব দামি দোকান, একটা টি-শার্ট বা একটা জিন্স কেনার থেকে বেশি টাকা সেই সময় আমার কাছে ছিল না। সুনিল বুঝেছিল আমার কাছে কোনও টাকা নেই। তাই ও আমাকে তখন একটা বেশ দামি স্টোন ওয়াশড টি-শার্ট উপহার দিয়েছিল। সঙ্গে দেখেছিল একটা মানিব্যাগের দিকেও আমার চোখ গিয়েছে।’

এই কথা বলার সময় চোখ ভিজে ওঠে। নিজেকে সামলে এগিয়ে যান মঞ্চের আরেক পাশে দাঁড়িয়ে থাকা সুনিলপুত্র আহান শেঠির দিকে। বলেন, ‘এরপর আমাকে বাড়ি নিয়ে যায় এবং ওই মানিব্যাগখানা দেয়।’

বিষয়টি বেশ তোলপাড় ফেলেছে সালমান ভক্তদের মনে। বলিউড ভাইজানের এমন জবাবে ভক্তি যেন আরও বেড়েছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। লিখেছেন, ‘সালমান খানেরও এমন দিন গেছে! ওয়াও সুনিল শেঠি। সুনিলের মতো বন্ধু তো সবার থাকা উচিত।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.