Home / মিডিয়া নিউজ / শাহরুখের গায়ের গন্ধ দুর্দান্ত

শাহরুখের গায়ের গন্ধ দুর্দান্ত

মাত্র একটা ছবিতে এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সেই একটা ছবিই সুপার ডুপার হিট। তার

অভিনীত চরিত্রও দাগ কেটেছিল দর্শকদের মনে। কিন্তু সেই ছবির ১০ বছর পরেও এখনও কিং খানে

বুঁদ হয়ে রয়েছেন এই অভিনেত্রী। ’চক দে ইন্ডিয়া’র সেই খুদে ’পটাকা’ চিত্রশী রউত সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন। তাকে ’চক দে ইন্ডিয়া’র কথা জিজ্ঞাসা করা হলে চিত্রশী বলেন, ’সমস্ত দিক থেকেই প্রকৃত রাজা শাহরুখ। ভীষণ জ্ঞানী। আর ওর গায়ের গন্ধও ভীষণ সুন্দর!’ এরপরেই চিত্রশীকে জি়জ্ঞাসা করা হয়, আবার কী কাজ করবেন শাহরুখের সঙ্গে? এর উত্তরেও চক দে গার্ল বলেন, শাহরুখের সঙ্গে অভিনয়ের জন্য তিনি সব সময় মুখিয়ে আছেন।

লেটেস্টবিডিনিউজ.কম

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.