Home / মিডিয়া নিউজ / তিন বয়ফ্রেন্ড নিয়ে লন্ডনে যাচ্ছেন মাহি

তিন বয়ফ্রেন্ড নিয়ে লন্ডনে যাচ্ছেন মাহি

‘তুমি শুধু আমার’ ছবির কাজে বর্তমানে কলকাতায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

সেখান থেকে শুটিংয়ের জন্য ইংল্যান্ডে উড়াল দেবেন তিনি। সঙ্গে থাকবেন তার তিনজন বয়ফ্রেন্ড।

মাহি জানান, ১৭ দিনের জন্য যুক্তরাজ্যে যেতে হচ্ছে। সেখানে ‘তুমি শুধু আমার’ ছবির শুটিংয়ের কাজে যাচ্ছেন।

এ ছবিতে তার চরিত্রের নাম পিয়া। ছবির কাহিনীতে তাকে একজন মডেল হিসেবে দেখা যাবে। এতে তার বিপরীতে থাকছেন তিন নায়ক। শুটিং শেষ করে ঢাকায় ফিরে ঈদ করার ইচ্ছে রয়েছে মাহির।

যৌথ প্রযোজনার এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। বাংলাদেশ থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট এবং কলকাতা থেকে সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

ছবিতে মাহি ছাড়াও সোহম, ওম, আমান রেজা প্রমুখ অভিনয় করছেন। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.