Home / মিডিয়া নিউজ / পুত্র সন্তানের বাবা হলেন তৌসিফ

পুত্র সন্তানের বাবা হলেন তৌসিফ

পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ। গতকাল বৃহস্পতিবার রাজধানী ধানমণ্ডির

একটি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন তৌসিফের স্ত্রী নিপা। মা-ছেলে দুজনেই এখন ভালো আছেন বলে জানা গেছে।

নিপা-তৌসিফের সংসার আলো করে ঘরে এসেছে নতুন অতিথি। এ আনন্দঘন অনুভূতি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘প্রথমবারের মতো বাবা হলাম। এটা অন্যরকম এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। নতুন অতিথি ও নিপার জন্য সবাই দোয়া করবেন।’

গত ৬ এপ্রিল মাতৃত্বজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয় কণ্ঠশিল্পী তৌসিফের স্ত্রী নিপাকে। তখন নিপার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন তৌসিফ ও তার পরিবার।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.