Home / মিডিয়া নিউজ / প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে দুই মাহিকে!

প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে দুই মাহিকে!

প্রথমবারের মতো পর্দায় আবির্ভূত হতে চলেছেন দুজন মাহিয়া মাহি। আর ঢাকাই সিনেমার দর্শককে দুই মাহিকে দেখার সুযোগ করে দেবেন নির্মাতা বদিউল আলম খোকন।

খোকন জানান, সিনেমাতে মাহিকে যমজ চরিত্রে দেখা যাবে। যেখানে একজনের নাম মাহি ও অন্যজনের নাম মিথিলা।

দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য মাহিকে কেন বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, “আমি তো সব সময় পরিচিত মুখদের নিয়েই কাজ করেছি। এটা তো নতুন বিষয় নয়। এখনকার সময়ে মাহি তো খুবই পরিচিত মুখ।”

সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোনের মধ্যে একজন মাদকাসক্ত কিন্তু আরেকজন বেশ শান্ত স্বভাবের। সিনেমার মাঝপথে এসে একজনকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন গীতিকার রফিকুজ্জামান।

সিনেমাতে মাহির বিপরীতে অভিনয় করবেন আরেফিন শুভ ও জায়েদ খান। এছাড়াও অভিনয় করছেন মিশা সওতাগর, আলীরাজ, নতুন।

সিনোমায় নায়কদের মধ্যে কে প্রাধান্য পাবে এমন প্রশ্নের জবাবে খোকন বললেন, “মাহি তো যমজ চরিত্রে অভিনয় করছে। সেক্ষেত্রে নায়িকা তো দুই জন। দুই নায়কের দুই নায়িকা। সেক্ষেত্রে এমন ধরনের বৈষম্যের কোনো সুযোগই তো নেই।”

সিনেমার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। নির্মাতা জানালেন, সব কিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমার পুরো শুটিং করা হবে বাংলাদেশে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.