Home / মিডিয়া নিউজ / অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি, শাশুড়ি কিছুতেই আমাকে জামাই হিসেবে মানতে পারছিলেন না

অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি, শাশুড়ি কিছুতেই আমাকে জামাই হিসেবে মানতে পারছিলেন না

অভিনেতা জাহিদ হাসান দেশের জনপ্রিয় অভিনেতা দের মধ্যে একজন ছোটপর্দায় এবং বড় পর্দা

সমানভাবে তিনি তার পারদর্শিতার দেখিয়েছেন তবে ছোটপর্দাতেই তার অভিনয় এর জুড়ি নেই

বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং তার এই হাস্যরসাত্মক অভিনয়

দর্শক ব্যাপকভাবে পছন্দ করেছে তবে তিনি বহুরূপী চরিত্রে অভিনয় করে থাকে এবং সবগুলোতেই দর্শক তাকে সমানভাবে সাড়া দেয়

তারকা দম্পতি জাহিদ হাসান-মৌ। ব্যক্তি জীবনে সুখী দম্পতির নজির তারা। দীর্ঘ পথচলায় দু’জন দু’জনার পাশাপাশি হাঁটছেন তারা। তাদের কাছ থেকেই শোনা

যাক তাদের ভালোবাসার প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে…’ গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি। আর সে সময়ই অর্থাৎ শুটিংয়ের সময় থেকেই আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। হয়তো গানের কথার কারণেই প্রেম একটু দ্রুত জেগে ওঠে।

সমস্যা হচ্ছে, আমার শাশুড়ি তখন কিছুতেই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না। অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এখনো আমরা ব্যক্তিজীবনে সফল জুটি। আমাদের ভালোবাসায় দুজন দুজনের প্রতি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে। ভালোবাসা নিয়ে আমার চিন্তা সরলরৈখিক। মানুষের মৌলিক হৃদয়বৃত্তিই ভালোবাসা। ভালোবাসার কোনো শ্রেণি নেই, থাকা উচিত নয়। ভালোবাসার প্রকাশ থাকা উচিত ৩৬৫ দিনই।’

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনয়জগতে পথচলা বহু আগে থেকেই এবং দেশের গুনি অভিনেতাদের মধ্যে তিনি একজন। ছোটপর্দায় সবথেকে বেশি কাজ করেছেন তবে ছোটপর্দার পাশাপাশি তিনি বড়পর্দাতেও কাজ করেছেন তবে দর্শক তাকে ছোটপর্দাতেই দেখতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.