Home / মিডিয়া নিউজ / প্রভাসের নায়িকা কীর্তি, বাজেট ৫০০ কোটি টাকা

প্রভাসের নায়িকা কীর্তি, বাজেট ৫০০ কোটি টাকা

নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। নতুন এই সিনেমায় থাকছে নানান চমক। বিশাল বাজেটেরেই ছবিটির নাম ‘আদিপুরুষ’।

এটি নির্মিত হবে প্রায় ৫০০ কোটি টাকার বাজেটে। এখানে রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের এই সুপারস্টার।

গেল ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। আরেক চমক হলো, এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণের সুন্দরীতমা কীর্তি সুরেশ।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়। সর্বশেষ ‘পেঙ্গুইন’ দিয়ে দর্শক মাতানো এ অভিনেত্রীকেই রামের সীতা হিসেবে দেখা যাবে।

এছাড়াও এই ছবিতে খল চরিত্র রাবণের ভূমিকায় দেখা দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাঈফ আলী খান। একটি প্রতিবেদনে জানা গেছে, ‘বাহুবলী’ সিরিজের মতো এখানেও প্রচুর গ্রাফিক্স ও ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)- এর কাজ দেখা যাবে।

সেজন্য বেড়েছে এর বাজেট। ৫০০ কোটি টাকার ছবিটিতে ২৫০ কোটি ব্যয় করা হবে কেবল গ্রাফিক্সের জন্যই।

‘তানাজি’খ্যাত নির্মাতা ওম রাউত ছবিটি পরিচালনা করবেন। পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে ‘আদিপুরুষ’।

এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.