Home / মিডিয়া নিউজ / ডিভোর্সের পর অপূর্বর সঙ্গে মিথিলা

ডিভোর্সের পর অপূর্বর সঙ্গে মিথিলা

গত সপ্তাহে সবচেয়ে আলোচনার বিষয় ছিল আলোচিত তারকা দম্পতি তাহসান ও মিথিলার ডিভোর্স।

তাহসানের সঙ্গে মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান হয় গেল মে মাসে।

তবে বিষয়টি গোপন রেখেছিলেন দুজনেই। সম্প্রতি কিছু অনলাইনে মুখরোচক খবর প্রকাশ হওয়ার পর

ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা। বিষয়টি ভালোভাবে নেননি তাদের ভক্তরা।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এনিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই নিজেদের কিছুটা আড়ালে নিয়ে যান এই জুটি।

তবে আড়াল থেকে যেন দুজনেই একসঙ্গেই বের হলেন। তাহসান রাজধানীতে একটি কনসার্টে অংশ নেন গত বৃহস্পতিবার রাতে।

একইদিন একটি নাটকের শুটিংয়ে অংশ নেন মিথিলা।

নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ’ব্যাচ ২৭’ নাটকের সিক্যুয়াল ’ব্যাচ ২৭- দ্য লাস্ট পেইজ’ অভিনয় করছেন মিথিলা। তার সঙ্গে রয়েছেন অপূর্ব।

প্রথম কিস্তিতে অপর্ণা ঘোষ অভিনয় করলেও এ পর্বে তাদের সঙ্গে থাকছেন মেহজাবিন চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়।

বেশ কিছু সিকুয়েন্সের শুটিং করা হয়েছে বিমানের মধ্যে। ’ব্যাচ ২৭- দ্য লাস্ট পেইজে’ অপূর্বকে পাইলটের চরিত্রে দেখা যাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদুল আযহায় নাটকটি এনটিভিতে প্রচার হবে।

টেলিফিল্মের গল্প প্রসঙ্গে পরিচালক আরিয়ান জানান, টেলিফিল্মের এবারের গল্পে জেরিনের ছোট বাচ্চা দেখানো হবে। একজন শিশুশিল্পী এই চরিত্রটিতে অভিনয় করছেন। এছাড়া আরও অনেক চমক থাকবে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.