Home / মিডিয়া নিউজ / শাহরুখের এক অজনা তথ্য ফাঁস করলেন তাঁর কলেজবেলার বন্ধু!

শাহরুখের এক অজনা তথ্য ফাঁস করলেন তাঁর কলেজবেলার বন্ধু!

বলিউডের কিং খান তো আর কেউ নন সকলের প্রিয় শাহরুখ। একের পর এক সুপারহিট

ছবি উপহার দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয়। এবার

শাহরুখের এক অজনা তথ্য ফাঁস করলেন তাঁর কলেজবেলার বন্ধু!

শাহরুখ খান এবং কবীর খান। কিন্তু আরও একটা মিল আছে দু’জনের। জানতেন? একই কলেজে পড়াশোনা করেছেন। তাঁরা কলেজ-বেলার বন্ধু।

এক জন খোদ বলিউডের ‘বাদশা’। অন্য জন নামী পরিচালক। পদবিতে মিলও আছে দু’জনের। শাহরুখ খান এবং কবীর খান। কিন্তু আরও একটা যে মিল আছে দু’জনের, জানতেন? একই কলেজে পড়াশোনা করেছেন। তাঁরা কলেজবেলার বন্ধু।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে এই পুরনো বন্ধুত্বের কাহিনি। এ জে কে মাস কমিউনিকেশন রিসার্চ সেন্টারে ছবি তৈরির একটি কোর্সে ভর্তি হয়েছিলেন দু’জনেই। সেখানেই আলাপ থেকে বন্ধুত্ব। ইন্ডাস্ট্রিতে পা রাখার ঢের আগে থেকেই তাই একে অপরকে চিনতেন শাহরুখ ও কবীর।

সাক্ষাৎকারেই কবীর ফাঁস করেন, এমসিআরসি-তে শাহরুখ ছিলেন তাঁর সিনিয়র। কিং খানের নোটস পড়েই তাঁর কলেজবেলা কেটেছে। একা শাহরুখ নন, কবীর সে সময়ে চিনতেন শাহরুখ-পত্নী গৌরীকেও। শুধু তা-ই নয়, গৌরীর সঙ্গে জুটি বেঁধে নেচে কবীর অংশ নিয়েছিলেন ‘ওয়েস্টসাইড স্টোরি’ নামে এক শো-তেও।

৮৩-র পরিচালক কবীরের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি’তে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। পুরনো বন্ধুত্বের সুবাদেই কি সিরিজে অতিথি শিল্পী হয়েছিলেন কিং খান?

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.