Home / মিডিয়া নিউজ / তিনি যে দায়িত্বশীল, আরও একবার প্রমাণ করলেন জিৎ

তিনি যে দায়িত্বশীল, আরও একবার প্রমাণ করলেন জিৎ

অভিনেতা জিৎ৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার৷ কিন্তু তাকে নিয়ে খুব বেশি

বিতর্ক শোনা যায় না৷ বলা ভাল বিতর্ক থেকে কয়েক যোজন দূরেই থাকেন

এই অভিনেতা৷ তিনিই এমন মন্তব্য করলেন, যাতে শ্রদ্ধা আরো বাড়লো৷

একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখলেন যে মেয়েরা ঘিরে থাকলেই আমি সুরক্ষিত থাকি! আর মেয়েরাই নাকি তার বিপুল এনার্জির উৎস৷ এই মর্মে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি৷

ভিডিওটি দেখলেই বুঝবেন, কী বলতে চেয়েছেন অভিনেতা৷ মেকআপ করতে করতেই তিনি ডেকে নিলেন তাদের, এবং একসঙ্গে মহানন্দে তুললেন ছবি৷ জিৎ হ্যান্ডসাম৷ মেয়েদের পাশে তার জেল্লা যেন আরও বেড়ে গেল৷ একসঙ্গে ফোটোশ্যুটে চলল দারুণ মস্তি৷

এরা সকলেই জিতের কন্যাসম৷ এই গার্লসগ্যাং-এ জিতের মেয়ে রয়েছে এবং রয়েছে তার পরিবারের অন্যরাও৷ এই খুদেদের থেকেই তো জীবনের আনন্দ খুঁজে পান অভিনেতা৷ জিৎ যে পরিবারের প্রতি দায়িত্বশীল ও নির্ভরশীল, সেটা সকলেরই জানা৷ এই ভিডিও প্রকাশ করে তিনি আরও একবার সেকথাই প্রমাণ করলেন৷

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.