Home / মিডিয়া নিউজ / মা-বাবা যার নাই তার দুনিয়াতে কিছু নাই: ডিপজল

মা-বাবা যার নাই তার দুনিয়াতে কিছু নাই: ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল। ঢালিউডের অন্যতম সেরা খলনায়ক। দাপুটে খলনায়ক মনোয়ার হোসেন

ডিপজল চলচ্চিত্রে এসেছিলেন নায়ক হওয়ার স্বপ্নে; ঘটনাক্রমে খলনায়ক হিসেবে অভিনয় করে খ্যাতির

চূড়ায় উঠেন ‘ভয়ংকর বিষু’ খ্যাত এ অভিনয়শিল্পী। চলচ্চিত্রের এই খলনায়ক বাবা-মাকে হারানোর বেদনায় রাজধানীর মিরপুরে নির্মাণ করছেন একটি বৃদ্ধাশ্রম। ইতিমধ্যে বৃদ্ধাশ্রমের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।

এ বিষয়ে ডিপজল জানান, ‘আগামী বছরের ডিসেম্বর মধ্যে ২০০ সিটের এ বৃদ্ধাশ্রমটি উদ্বোধন করা হবে। আমি নিজের বাবা-মাকে হারানোর বেদনায় এই আশ্রমটি নির্মাণ করছি।’

‘ভয়ংকর বিষু’ খ্যাত এ খলনায়ক বলেন, ‘‘বাবা-মা নাই বলেই আমার আগ্রহ বেশি। আমার মা দেড় বছর আগে মারা গেছেন। পৃথিবীতে উনিই আমার সবচেয়ে আপন ছিলেন। মা-বাবা যার নাই তার দুনিয়াতে কিছু নাই। মা থাকলে ভালো লাগত। ‘যাদের বাবা-মা বেঁচে আছে তাদের বাবা-মার ঠিকানা মাথায় হওয়া উচিত।’

বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রাখার পরামর্শ দিয়ে ডিপজল বলেন, বাবা-মাকে বৃদ্ধশ্রমে রাখা সবচেয়ে বেশি কষ্টের। আমি আশা করবো প্রত্যেক সন্তানরা তাদের বাব-মাকে দেখে রাখবেন। দয়া করে সবাই নিজ নিজ বাবা-মাকে আগলে রাখুন।’

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.