Home / মিডিয়া নিউজ / গল্পের নায়ক বাপ্পারাজ, সিনেমার নায়ক সিয়াম

গল্পের নায়ক বাপ্পারাজ, সিনেমার নায়ক সিয়াম

পোড়ামন ২’ সিনেমার মূল নায়ক সিনেমাটির গল্প। আর এই গল্পের নায়ক বাপ্পারাজ।

আর সিনেমার নায়ক সিয়াম। এমনটাই বলছিলেন ‘পোড়ামন ২’এর প্রযোজনা প্রতিষ্ঠান

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে

বেশ জোরে সোরেই চলছে ছবির প্রচারণা। মজার ব্যপার হল প্রচারণায় বার বার এসেছেন ছবিটির নায়ক ও নায়িকা সিয়াম পূজা।

কিছুটা আড়ালেই আছেন, রায়হান রাফি পরিচালিত এই সিনেমার চমক বাপ্পারাজ। সিনেমা হলে দর্শকদের সারপ্রাইজ দেওয়ার জন্য আড়ালে রাখা হয়েছে তার চরিত্রটি।

তবে আব্দুল আজিজ বললেন, ‘বাপ্পারাজই মূলত ছবিটির গল্পের নায়ক। মানুষ ছবিটি দেখতে শুরু করবে যখন ধীরে ধীরে হারিয়ে যাবে এই চরিত্রটিতে ও গল্পটিতে। আর একটি বাণিজ্যিক সিনেমা নির্মাণ করতে গেলে স্বাভাবিকভাবেই, নাচ, গান, ফাইট, নায়ক-নায়িকা থাকে। সিয়াম সেই প্যাকেজ সিনেমাটির নায়ক।’

বাপ্পারাজ বলেন, ‘গল্পটি শুনে আমি মুগ্ধ হয়েছিলাম বলেই অভিনয় করতে রাজি হয়েছি। খুব ভালো একটি চরিত্রে দর্শকরা আমাকে পাবেন এই সিনেমায়।

বিশ্বকাপ খেলার মধ্যে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমার ‘কার্তুজ’ ছবিটিও মুক্তি দিয়েছিলাম গত বিশ্বকাপের সময়। অভিজ্ঞতা ভালো ছিলো না। তাই কিছুটা ভয় তো থাকেই এই সময় ছবি মুক্তি দিলে। তবে সব মিলিয়ে এই ছবিটি নিয়ে আমি ভীষণ আশাবাদি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ছবিটি হলে গিয়ে দেখবেন।’

সিয়াম বলেন, ‘আমার ভালো লাগার একজন অভিনেতা বাপ্পারাজ ভাই। আমার প্রথম সিনেমাতেই তাকে পেয়ে অনেক ভালো লেগেছে। তারকাখ্যাতি তার কাছ থেকে দেখেছি। শুটিংয়ের সময় লোকজন তাকে দেখতেই এসেছিলো। উনি খুবই ভালো একজন মানুষ।’

আসছে ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ‘পোড়ামন ২’ চলচ্চিত্রটি। ছবিটির সহযোগী নিবেদক হিসেবে থাকছে দেশের জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম।

এরই মধ্যে পোড়ামন-২ ছবির ‘হিরো নাম্বার ওয়ান’ গানটি প্রকাশ হয়। গানটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়ায়। পরে ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো, অন্য কেউরে না আমি চাইতে দিবো’ এমন মিষ্টি রোমান্টিক কথায় ‘পোড়ামন-২’ দ্বিতীয় গানটি প্রকাশ হয়। এই গানটিও পছন্দ করেছেন দর্শক শ্রোতারা।

ছবিটির প্রত্যেক কলাকুশলী ও ছবির টিম ছবিটি নিয়ে অনেক আশাবাদি। সবাই আশা করছেন এবার ঈদ মাতাবে ‘পোড়ামন ২’।

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.