Home / মিডিয়া নিউজ / অলিম্পিকের প্রস্তুতি নিতে নিতেই সিনেমার জগতে, কে এই নায়িকা!

অলিম্পিকের প্রস্তুতি নিতে নিতেই সিনেমার জগতে, কে এই নায়িকা!

২০০৫ সালে তাকে দেখা গিয়েছিল মোহিত সুরি পরিচালিত ‘কলযুগ’ ছবিতে। একই ছবিতেই

হিরো হিসাবে ডেবু করেছিলেন কুণাল খেমু। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ইমরান হাশমি ও অমৃতা সিংকে।

পরবর্তীকালে ছবির বাকি কলাকুশলিদের অন্যান্য ছবিতে দেখা গেলেও, মুখ্য চরিত্রের

ডেবুটান্ট অভিনেত্রী, স্মাইলি সুরিকে আর সে ভাবে দেখা যায়নি সিলভার স্ক্রিনে।

ছিপছিপে চেহারার ‘পাশের বাড়ির’ স্মাইলিকে দেখা গিয়েছিল টেলিভিশন রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে’র সপ্তম সিজনে। কিন্তু, তখন তাকে ঠিক মেলানো যায়নি ‘কলযুগ’-এর সেই অভিনেত্রীর সঙ্গে। প্রচুর ওজন বেড়ে গিয়েছিল তার। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। যার প্রতিফলন ঘটে তার স্বাস্থ্যে।

অভিনেত্রীর কথায়, জীবনের সেই প্রতিকূল সময়েই তিনি পোল-ডান্স শিখতে আরম্ভ করেন। প্রসঙ্গত, ছোট থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল স্মাইলি সুরির। ভারতীয় ধ্রুপদী নৃত্যের পাশাপাশি, তিনি শায়মক ডাভরের ডান্স ট্রুপে ছিলেন পাঁচ বছর। বর্তমানে যদিও পোল ডান্স নিয়েই মেতে রয়েছেন স্মাইলি।

২০১৪ সালে স্মাইলি সংসার পাতেন বিনীত বাঙ্গেরার সঙ্গে। এবং পরবর্তীকালে বেশ ওজনও কমিয়ে ফেলেছেন তিনি। প্রসঙ্গত, ‘কলিযুগ’ ছবির অফার পাওয়ার আগে, অলিম্পিক্সে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্মাইলি সুরি।

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.