Home / মিডিয়া নিউজ / স্টাইল আইকন সালমান শাহ! যাকে ফলো করে বলিউড, হলিউড, টালিউডের সেরা অভিনেতারা

স্টাইল আইকন সালমান শাহ! যাকে ফলো করে বলিউড, হলিউড, টালিউডের সেরা অভিনেতারা

ভারতীয় উপমহাদেশে স্টাইলিস্ট হিরো হিসেবে সালমান শাহর জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

এখনো বলিউড, হলিউড, টালিউডে ফলো করা হয় সালমান শাহর স্টাইল।

বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। অথচ নব্বই দশকে বাংলাদেশের সালমান শাহর

মতো জনপ্রিয় ছিলেন না শাহরুখ খান। সালমান শাহর জনপ্রিয়তা যখন আকাশছোঁয়া, বলিউডে তখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন শাহরুখ।

বলিউডের আশিকি টু চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটে নায়ক আদিত্য রায় কাপুরকে চরিত্র বুঝিয়ে দিতে গিয়ে বলছিলেন, ‘তোমাকে আমি বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহর লুকে চাই।

সালমানের স্টাইলগুলো ফলো করো।’ পরবর্তীতে সালমান শাহ অভিনীত কিছু সিনেমার ভিডিও ফুটেজ দেখানো হয় আদিত্যকে। এ খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।

সালমান শাহ’র স্টাইল এ সময়ের অনেক চলচ্চিত্র অভিনেতার মাঝেই দেখা যায়। নব্বই দশকে সালমান শাহ মাথায় যেভাবে টুপি পরতেন সেই স্টাইলে আজকের অনেক সিনেমার নায়ককে দেখা যায় টুপি পড়তে। সালমান শাহর মতো লুকে সাজতে দেখা গেছে বলিউডের সালমান খানকেও।

১৯৯৫ সালে সালমান শাহ গলায় যেভাবে রুমাল পেঁচিয়েছিলেন, ২০১২ সালে এসে ‘এক থা টাইগার’ ছবিতে সালমান খান সেটা অনুসরণ করেছেন। ২০১৩ সালে ‘ধুম থ্রি’ ছবিতে আমির খান যে হ্যাট পরেছেন, নব্বই দশকেই সেই স্টাইলে হাজির হয়েছিলেন সালমান শাহ। কিংবা লম্বা চুল, ঠোঁটে সিগারেট নিয়ে ‘তেরে নাম’ ছবিতে যখন সালমান খান তুমুল জনপ্রিয় হন। সেই একই স্টাইল সালমান শাহ দেখিয়েছেন নব্বই দশকে।

সালমান শাহর সঙ্গে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের একবার দেখা হয়েছিল মুম্বাইয়ে। সালমান তখন স্ত্রীকে নিয়ে পারিবারিক সফরে মুম্বাই গিয়েছিলেন। তখন শাহরুখই সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে।

‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় সালমান শাহর। প্রথম ছবিতেই আকাশছোঁয়া সাফল্য পান সালমান। কিন্তু শাহরুখকে জনপ্রিয় হতে অপেক্ষা করতে হয় আরও কয়েক বছর।

সালমানের ভক্তরা কেউ কেউ মনে করেন বেঁচে থাকলে আজ হয়তো শাহরুখের চেয়েও বেশি জনপ্রিয় হতেন সালমান শাহ। ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের সুপারস্টার শাকিব খানকেও দেখা গেছে সালমান শাহ’র স্টাইল ফলো করতে।

নব্বই দশকে স্টাইলে বলিউড, টালিউডের চাইতেও এগিয়ে ছিলো ঢালিউড। কারণ তখন ঢালিউডে সালমান শাহর মতো একজন স্টাইলিস্ট হিরো ছিলো।

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ কোটি ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মায়ার সাগর পাড়ি দিয়ে চিরদিনের জন্য চলে যান। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। এর পর মাত্র ৪ বছরে ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার সব ব্যবসা সফল হয়। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালমান। -দ্য রিপোর্ট

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.