Home / মিডিয়া নিউজ / “প্রসঙ্গ শাবনূর”বাংলা চলচ্চিত্র জগৎ

“প্রসঙ্গ শাবনূর”বাংলা চলচ্চিত্র জগৎ

বাংলা ফিল্মের ইতিহাসে যে

কয়েকজন নায়িকা তাদের স্নিগ্ধ

মুখখানা দর্শক হৃদয়ে গেঁথে দিতে সক্ষম

হয়েছেন তার মধ্যে অন্যতম এক নাম

“শাবনূর!” ক্যারিয়ারের প্রতিটি ভাঁজে

তার রাজকীয় জৌলুশতা চোখে পড়ার

মতো!

তের বছর বয়সের একটা বাচ্চা মেয়ে

চাঁদনী রাতে বাংলা ফিল্ম দুনিয়ায়

এসে হাজির হয়েছিল!

সেই রাতে সামান্য আমাবস্যা থাকলেও তার বর্ণীল আলো ছিল সেই বিদঘুটে অন্ধকারের কাছে ম্লান!

তাইতো বছর ঘুরেই বাংলার রাজপুত্র

সালমানের রাজকুমারী হিসেবে সে সারা বাংলায় আলোড়ন তোলে!

সমস্ত চিত্রজগত সালমান-শাবনূর বন্দনায় ডুবে গিয়েছিল!

ইতিহাস তার সাক্ষী আছে!

কিন্তু সময়ের সেরা এই জুটির সাফল্যে

ঈর্ষান্বীত মহল বরাবর শাবনূরের বিপক্ষ

ছিল!

তাইতো অজানা রহস্যে খুন হওয়া

সালমান হত্যার দায় পড়লো তার কপালে!

অসহায় মেয়েটি তখন কোথায় যাবে

ভেবে পায়নি!

চারদিকে আতঙ্ক! তাকে নিঃস্ব করার

অপচেষ্টা!

অতঃপর একটা সময় নিজেও পৃথিবীকে

বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন!

কিন্তু সত্যের মহিমা যার মাঝে আলো

ছড়াচ্ছে তাকে হারাতে দেয়নি সিনেমা পাগল দর্শক!
.
টাইটানিক ফিল্মের মতোই জ্যাককে

(সালমান) হারিয়ে রোজকে(শাবনূর)

নিয়েই দর্শক তাদের স্মৃতিময় কালজয়ী

জুটিকে স্মরণ করার প্রতিক্রিয়া জানান দেন, সাপোর্ট দেন তাকে নতুন করে সবকিছু শুরু করার!

আর তখনই আলোকিত শাবনূরের নতুন এক অধ্যায় রচিত হয়!

নায়ক নির্ভর নায়িকার সীল মুছে দিয়ে

এই ধাপটি একেবারেই নতুন নতুন মুখ

নিয়ে জুটিতে তিনি বাজিমাৎ করেছেন!
.
.
ক্যারিয়ারের প্রতিটি ভাঁজেই দারুণ সব চ্যালেঞ্জ নিয়ে তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন তিনি সালমানের একমাত্র যোগ্য সহকর্মী!

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.