Home / মিডিয়া নিউজ / ববি নিজের পছন্দের কথা জানালেন পূর্ণিমাকে

ববি নিজের পছন্দের কথা জানালেন পূর্ণিমাকে

পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টক শো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি

পর্বেই দেখা মেলে নতুন নতুন তারকার। নানা কারণেই আলোচনায় এসেছে অনুষ্ঠানটি। এবার এই

আলোচিত অনুষ্ঠানটিতে পূর্ণিমার অতিথি হয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি।

কী থাকছে ‘এবং পূর্ণিমা’র এবারের পর্বে? জানা গেছে, এ পর্বে ববি নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সাথে। এছাড়া কথা বলেছেন তার চলচ্চিত্র ক্যারিয়ারের নানা দিক নিয়ে ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। ৫মে আরটিভিতে শনিবার রাত ১০টায় প্রচারিত হবে।

নির্মাতা ইফতেখার চৌধুরী দেশের প্রথম সুপার হিরো ধাঁচের চলচ্চিত্র ‘বিজলী’ নির্মান করেছেন। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ববি। সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৩ এপ্রিল সারা দেশে মুক্তি পায় সিনেমাটি। প্রশংসিত হয়েছে ছবিটি।

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.