Home / মিডিয়া নিউজ / মানুষ এখন বোকার স্বর্গে বাস করছে না : দীঘির বাবা

মানুষ এখন বোকার স্বর্গে বাস করছে না : দীঘির বাবা

শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র আগমন ঘটেছিল তার এরপর একের পর এক সিনেমাতে সাবলীল

ভাবে অভিনয় করেছিল শিশু শিল্পী ফারদিন দিঘী। এরপর দীর্ঘ দিনের বিরতিতে দর্শক তাকে একরকম

ভুলতে বসেছিল তবে আবার হঠাৎ করেই তিনি চলে আসেন আলোচনায় এবং তিনি জানান কি কারনে

তিনি এতদিন জামা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি মূলত নিজের লেখা পড়ার কারণে সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন

গত ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এ সময় তার সঙ্গে সিনেমার প্রযোজক সিমিকে দেখা গেছে। ঝন্টুর অভিযোগ,

নায়িকা হয়েও দীঘি ’তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছে। তার কথায় দর্শক বিমুখ হবে। সিনেমাটি চলবে না। দীঘির জন্য এক কোটি টাকা ক্ষতি হবে ঝন্টুর।

দীঘির বিরুদ্ধে মানহানি মামলা হবে উল্লেখ করে ঝন্টু ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না।

দীঘি যখন বলেছে, ’সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।

উত্তেজিত কণ্ঠে এ নির্মাতা আরো বলেন, আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই।

উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে না।

এ বিষয়ে দীঘির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। পরে দীঘির বাবা অভিনেতা সুব্রতর সঙ্গে যোগাযোগ করা হলে

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে তিনি বলেন, ’মামলা করবে বললেই তো হয় না। এগুলো বলে কিন্তু উনার সিনেমারই ক্ষতি হচ্ছে। মানুষ এখন বোকার স্বর্গে বাস করছে না। এখন মানুষ ডিজিটাল যুগে বাস করছে।’

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের জায়গা পাকাপোক্তভাবে তৈরি

করতে দ্বারাই করে চলেছেন তবে কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা আগে থেকেই ব্যাপকভাবে জনপ্রিয় এক্ষেত্রে প্রার্থনা ফারদিন দিঘির কথা না বললেই নয় তিনি শিশুশিল্পী থেকে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এবং তাকে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে চাইছেন দর্শক

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.