Home / মিডিয়া নিউজ / এবার বুবলির ২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও সাড়া ফেলেছে অনলাইনে

এবার বুবলির ২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও সাড়া ফেলেছে অনলাইনে

বাংলাদেশ অন্যতম আলোচিত অভিনেত্রী শবনম বুবলি। সংবাদ পাঠিকা থেকে তিনি সরাসরি পদার্পণ

করেছেন বাংলা সিনেমাতে এবং সেখানে অসফলতার চিহ্ন তিনি দেখেছেন ধারাবাহিকভাবে উপহার

দিয়েছেন বেশকিছু সিনেমা এবং দর্শকরা তাকে পছন্দ করেছে তার সাবলীল অভিনয় দক্ষতা এবং

গ্লামার্স দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করতে সক্ষম হয়েছেন এবং একের পর এক মাইলফলক স্পর্শ করছেন তিনি

ঢাকাই সিনেমার রহ’স্যময়ী চিত্রনায়িকা শবনম বুবলী। লম্বা সময় আড়ালে থেকে চলতি বছর জানুয়ারিতে প্রকাশ্যে এসেছেন।

প্রকাশ করেছেন নিজের নতুন লুক। চালু করেছেন নিজের নামে ই’উটি’উব চ্যানেল। এবার ভালোবাসা দিবসে ভ’ক্তদের চমকে দিয়েছেন এ অভিনেত্রী। গিটার বাজিয়ে মাত করেছেন তিনি। ভালোবাসার মানুষের জন্য বিশেষ দিনে গিটার হাতে তুলে নিয়েছেন বুবলী। সে ভি’ডি’ও ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছেন নিজের ই’উটি’উব চ্যানেলে।

২ মিনিট ৫৩ সেকেন্ডের ভি’ডিও শুরুতেই ’পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের কিছু অংশ গি’টারে বাজিয়েছেন শবনম বুবলী।

পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ’আজকের এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কা’টাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।’

মিউজিক ভীষণ পছন্দ করেন উল্লেখ করে এ চিত্রনায়িকা বলেন, ’আমি সিনেমার মানুষ। তার বাইরে মিউজিক আমার ভীষণ পছন্দ। গান শুনতে ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই গিটার এবং পিয়ানো ভীষণ ভালো লাগে। যার জন্য ফান করে আজকে গিটার বাজানো।’

বুবলী গিটার বাজানোর ভি’ডিও বেশ ইতিবাচক হিসেবেই নিয়েছে নেটিজেনরা। ভি’ডিও কমেন্টস দেখেই তার ধারণা পাওয়া যাচ্ছে।

ফাহমিদা মাহিরা লিখেছেন, ’অনেক প্রতিভা তোমার। পাগল মন আমার অনেক পছন্দের গান।’তার নীচেই রাইয়ান নামে একজন লিখেছেন, ’জাস্ট ওসাম। নাজ লিখেছেন, ’অসাধারণ গিটার দক্ষতা।’

শবনম বুবলি দেশের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী বাংলা সিনেমায় খুব বেশিদিন হয়েছে তিনি আসেননি তবে এরই মধ্যে বেশ

ভালো একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন যদিও তিনি এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এরপর সরাসরি সিনেমা অঙ্গনে এসে বাজিমাত করেন যদিও ব্যক্তিগত কারণে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন বেশ কিছুদিন যাবৎ এখনো তাকে নিয়ে ভক্তদের মনে কৌতুহল এর কোন কমতি নেই

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.