Home / মিডিয়া নিউজ / ৭৩০ ঘণ্টা সময় লেগেছে গাউন তৈরী করতে, এই গাউন নিয়ে বসতে চারটি আসন লেগেছে উর্বশীর

৭৩০ ঘণ্টা সময় লেগেছে গাউন তৈরী করতে, এই গাউন নিয়ে বসতে চারটি আসন লেগেছে উর্বশীর

উর্বশী রাউটেলা একজন বলিউড অভিনেত্রী। ২০১৩ সালে বলিউড সিনেমা ’সিং সাব দ্য গ্রেট’

অভিনয় করে হিন্দি সিনেমায় অভিষেক করে, বেশ কয়েকটি হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেন।

দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছ থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী রাউটেলা একটা ফিল্মফেয়ার এর জমকালো অনুষ্ঠানে অংশগ্রহন করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন।

সম্প্রতি ভারতের গুয়াহাটিতে হয়ে গেল ফিল্মফেয়ার এর জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠানে তারকারা পরে এসেছিলেন নামিদামি ডিজাইনারদের তৈরি পোশাক। নিজেকে একটু আলাদা দেখানোর জন্য উর্বশী রাউতেলাও পরেছিলেন জমকালো এক গাউন। সেই গাউনের কারণেই ট্রলের শিকার হতে হচ্ছে তাকে!

ফিল্মফেয়ার অনুষ্ঠানে লাল রঙের একটি গাউন পরেছিলেন ’পাগলাপন্তি’ ছবির অভিনেত্রী উর্বশী। বিশেষ এই গাউনটি এতই বড় ছিল যে তা সামাল দেয়ার জন্য ছিল আলাদা টিম। শুধু তাই নয়, এই গাউন নিয়ে বসতে চারটি আসন লেগেছে উর্বশীর!

চারটি আসন নিয়ে বসার সেই ভিডিওটি উর্বশী নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে।

ভিডিও শেয়ার করার পর থেকেই উর্বশীকে নিয়ে শুরু হয় ট্রোল। নেটিজেনদের কেউ কেউ তার গাউনটিকে কম্বলের সাথে তুলনা করেছেন।

অধিকাংশ মানুষই গাউনটির সমালোচনা করেছেন। চারটি আসন নিয়ে বসার বিষয়টি নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, উর্বশী রাউটেলা একটি ফিল্মফেয়ার এর জমকালো অনুষ্ঠানে লাল রঙের একটি গাউন পরেছিলেন। তার এই গাউন তৈরি করতে ৭৩০ ঘণ্টা লেগেছে।

লাল গোলাপের নকশায় তৈরি এই গাউনটি তৈরি করেছে আলবিনা ডাইলা ব্র্যান্ড জানিয়েছেন উর্বশী রাউটেলা। অধিকাংশ মানুষই গাউনটির সমালোচনা করেছেন।অনেকেই খারাপ মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.