Home / মিডিয়া নিউজ / ঋতুপর্ণার সঙ্গে আড্ডায় মেতে উঠলেন আফসানা মিমি ও মিম

ঋতুপর্ণার সঙ্গে আড্ডায় মেতে উঠলেন আফসানা মিমি ও মিম

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি একটি সিনেমার মহরত অনুষ্ঠানে যোগদিতে ছুঁটে

এসেছিলেন ঢাকায়। সেই সুযোগে তার সঙ্গে আড্ডায় মেতে ওঠেন আফসানা মিমি ও মিম।

রঙিন পর্দার তিনকন্যার সিনেমার গন্ডি পেরিয়ে এই আড্ডার রসদ হয়ে উঠেছিল কৈশোরের মধুময় স্মৃতি, প্রেম, ভালোবাসা, তারকা হওয়ার স্বপ্ন পূরণের সাতকাহন। উচ্ছ্বাস, আনন্দ আর হাসি তামাশায় ঘণ্টাখানেক নিজেরা তো মশগুল ছিলেনই সেই সঙ্গে চারপাশের মানুষজনও দারুণ উপভোগ করেছেন তিনকন্যার এই আড্ডাবাজি।

’তিনকন্যার গল্প’ শিরোনামের মনমাতানো এই আড্ডাটি দর্শকরাও সমান উপভোগ করতে পারবেন চ্যানেল আই-এর এবারের ঈদ উৎসবে।

Check Also

মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটানোর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া …

Leave a Reply

Your email address will not be published.