Home / মিডিয়া নিউজ / ১৫ বছর পর বর-কনে রুপে মুনমুন ও আলেকজান্ডার বো!

১৫ বছর পর বর-কনে রুপে মুনমুন ও আলেকজান্ডার বো!

ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত নাম আলেকজান্ডার বো ও মুনমুন। এক সময় তাদেরকে চলচ্চিত্রের

পর্দায় নিয়মিত দেখা যেত। মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন তারা।

দীর্ঘ পনের বছর পর আবারো জুটি বেঁধে অভিনয় করছেন তারা। হারুন-উজ-জামান

পরিচালিত ’পদ্মার প্রেম’ সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তারা।

এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। যেখানে বর ও কনে বেশে দেখা গিয়েছে মুনমুন ও আলেকজান্ডারকে। মুনমুন বলেন, ’পদ্মার প্রেম’ সিনেমা নিয়ে আমি অনেক হ্যাপি। প্রথম লটের কাজ দারুণ হয়েছে।

পরিচালক হারুন ভাইয়ের ’ক্ষ্যাপা’ সিনেমায় আমি আর আলেক ভাই একসঙ্গে কাজ করছি। হারুন ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাও দারুণ। এক বছর আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।’

’ক্ষ্যাপা’ নামের সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন আলেকজান্ডার বো-মুনমুন। এরপর ২০০৩ সালে ’মহিলা হোস্টেল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। এটিই ছিল এই জুটির শেষ সিনেমা

Check Also

চিত্রনায়ক রুবেলের কাছে পপি ‘স্পেশাল’!

ঢাকাই ছবিতে মার্শাল আর্ট ব্যবহার যার মাধ্যমে সেই চিত্রনায়ক রুবেল বাংলা ছবির দর্শকদের অনেক জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published.